ভাতের পাত
লিখেছেন লিখেছেন শুভ্র পারাবত ২০ মার্চ, ২০১৯, ০৯:৪৪:০৩ রাত
উনুনে ফুটেনি চাল
কাজ নেই মাঠে
দুদিন উঠেনি ভাত
সানকির পাতে৷
উপোসে নয়নে তাই
শুকিয়েছে পানি,
মানেতে ধরেছে মান
হাত যে পাতেনি৷
এখানে এখনো আছে
কাহিনীটা আজ
বদলের দিনে তবু
পাথর সমাজ৷
এ দিবসে ও দিবসে
খানি খানদানি,
উনুনে ফুটেনি ভাত
খোঁজ যে রাখনি৷
বিষয়: বিবিধ
৪১৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন